THE LIGHT OF HOPE | আশার আলো
The Light Of Hope
একটি ঘরে চারটি মোমবাতি জ্বলছিল
প্রথম মোমবাতিটি বলল আমি" শান্তি,
বেশিক্ষেণ থাকিনা" এই বলে প্রথম মোমবাতিটি নিভে গেল ।
তখন দৃতীয় মোমবাতি বলল
আমি" বিশ্বাস' যেখানে শান্তি নেই আমিও সেখানে থাকতে পারব না" বলে দিৃতীয়টিও নিভে গেল।
এবার তৃতীয় মোমবাতি বলল আমি" ভালোবাসা ' যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমার থাকা অসম্ভব এই বলে তৃতীয় টিও নিভে গেল।
এবার একটি বাচ্চা ছেলে ঘরটিতে প্রবশ করল
দেখলো চারটে মোমবাতির মধ্যে তিনটে মোমবাতি নিভে গেছে।
শ্তধু একটা মিট মিট করে জ্বলছে।
তখন বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চতুর্থ মোমবাতি কে জিগ্যেস করল" তুমি জ্বলছ কেন?
তুমিও নিভে যেতে পারতো! "
চতুর্থ মোমবাতি তখন বলল" আমি' আশা।
আমি সব সময়ই থাকি। এখন তুমি চাইলে আমাকে দিয়ে এই তিনটিকেও জ্বালিয়ে তুলতে পার।
অর্থাৎ 'শান্তি' 'বিশ্বাস' 'ভালোবাসা' কে ফিরিয়ে আনতে পার।
আশা ই তো মানুষকে বাঁচিয়ে রাখে।
Tags:
Quran Audio
Islamic Naat
Qawwali