Extraordinary story Bengoli | অসাধারণ শিক্ষানীয় গল্প
অসাধারণ শিক্ষানীয় গল্প
ইমাম গাজ্জালী একবার একটা গল্প বলেছিলেন
এক ব্যক্তি জঙ্গলে হাটছিলেন
হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছ
তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন" কিছুদূর গিয়ে একটি পানিহিন কূয়া দেখতে পেলেন ।
তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ,
পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ঐ অবস্থায় ঝুলে রইলেন ।
উপরে চেয়ে দেখলেন কূয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ।
নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে ।
বিপদের উপর আরোবিপদ" তারপর দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে ।
এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না,
তখন হঠাৎ তার সামনে কূয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন ।
তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে চেটে দেখলেন ।
সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তে র জন্য উপরের গর্জন্ত সিংহ নিচের হাঁ করে থাকা সাপ, আর দড়ি কাঁটা ইঁদুরদেরকথা ভুলে গেলেন ।
ফলে তার বিপদ অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো ।
ইমাম গজ্জাল এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন,
এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে ।
সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে ।
দড়িটি হচ্ছে আমাদের জিবন, যাকে আশ্রয় করেই বেঁচে থাকা ।
সাদা ইঁদুর হল দিন, আর কালো ইঁদুর হল রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ।
আর সেই মৌচাক হল দুনিয়া যার সামান্য মিষ্টতা পরখ....
Tags:
Quran Audio
Islamic Naat
Qawwali