Doctor and mechanic joke
Doctor and mechanic joke
এক ইঞ্জিনিয়ার কিছুতেই চাকরি পেলনা।
তখন সে একটা ক্লিনিক খুলল আর বাইরে লিখে দিল, '৩০০ টাকায় যেকোনো রোগের চিকিৎসা করান। সুস্হ না হলে ১০০০ টাকা ফেরত'।
এক ডাক্তার ভাবল,১০০০ টাকা রোজগার করার একটা দারুন সুযোগ। সে সেই ক্লিনিকে গেল আর বলল, 'আমি কোন জিনিস খেতে গেলে স্বাদ পাইনা'।
ইঞ্জিনিয়ার নিজের নার্স কে বলল, 'একে ২২ নম্বর বক্স থেকে তিন ফোটা খাইয়ে দাও'।
নার্স খাইয়ে দিল।
রোগী(ডাক্তার ): আরে এটা তো পেট্রোল..........
ইঞ্জিনিয়ার : কনগ্র্যচুলেশন....দেখলেন তো আমাদের ক্লিনিকের কামাল.....আপনি টেস্ট টা জিভে পেয়েছেন।এবার আমাকে আমার তিনশো টাকা দিয়ে দিন।
কিন্তু ডাক্তার ভীষণ চতুর। ভাবল, একে টাইট করতে হবে আর পয়সাটাও উসুল করতে হবে।তাই আবার কিছুদিন পর সে সেই ক্লিনিকে গেল।
বলল,'ডাক্তার সাহেব আমার মেমোরি কমে গেছে, কিছুই মনে থাকেনা'।
ইঞ্জিনিয়ার : নার্স , একে ২২ নম্বর বক্স থেকে তিন ফোটা দাও।
রোগী (ডাক্তার ): কিন্তু স্যার, ওটাতো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ ।
ইঞ্জিনিয়ার : দেখলেন তো ওষুধ খাওয়ার আগেই আপনার মেমোরি ফিরে এসেছে। দিন আমার তিনশো টাকা।
এবার ডাক্তার বেশ রেগেই বাড়ি গেল এবং আবার কিছুদিন পর ক্লিনিকে এসে বলল,'স্যার, আমার দৄষ্টি শক্তি একে বারেই কমে গেছে। খুব ঝাপসা দেখি'।
ইঞ্জিনিয়ার : এর কোন ওষুধ আমার কাছে নেই। এই নিন আপনার হাজার টাকা।
রোগী (ডাক্তার ): কিন্তু এতো ৫০০ টাকার নোট।
ইঞ্জিনিয়ার ; দেখুন ,আপনার দৃষ্টি শক্তিও ফেরত এসেছে। তাহলে এবার দিন আমার তিনশো টাকা।
ডাক্তার একথা শুনেই জ্ঞান হারালেন।
☺☺☺☺☺☺☺
Tags:
Quran Audio
Masnoon Duain
Android
إرسال تعليق